রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

গরুর পেটে ১০০ কেজি প্লাস্টিক!

http://www.dhakatimes24.com/2016/09/04/126686
ভারতে একটি গরুর পেটে অস্ত্রোপচার করে ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ পাওয়া গেছে! শুধু প্লাস্টিকই নয়, সঙ্গে পেরেক, বিদ্যুতের তার — সবই ছিল গরুটির পেটে।

কলকাতার একটি গণমাধ্যমের খবর, সম্প্রতি আহমেদাবাদে রাস্তার পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই গরুটি৷ পথচারীরা ভেবেছিল- গরুটি হয়েতো সন্তানসম্ভবা। বিষয়টি একটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্যদের জানানো হলে তারা  গরুটিকে ভর্তি করান ট্রাস্টেরই হাসপাতালে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন