অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়ে রাশিয়া প্রমাণ করতে মরিয়া-অনেক তারকা অ্যাথলেট
ডোপপাপী। সেই ধারাবাহিকতায় দেশটির একদল হ্যাকার বিশ্ব এন্টি ডোপিং এজেন্সির
ওয়েবসাইট হ্যাক করে সেরেনা, ভেনাস, সিমন বেইলিসদের মতো তারকা অ্যাথলেটদের
ব্যক্তিগত চিকিৎসার তথ্য চুরি করেছে। আর তাতেই বিশ্বজুড়ে ফিসফাস শুরু হয়েছে
সেরেনাদের সাফল্যের রহস্য নিয়ে।
হ্যাক হওয়া তথ্য প্রকাশ করা হয়েছে ফ্যান্সি বিয়ার নামের একটি ওয়েবসাইটে। সেখানে দাবি করা হয়েছে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামস এবং তার বোন ভেনাস উইলিয়ামস বেশ কয়েক পদের নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন। সব ড্রাগের নামও প্রকাশ করা হয়েছে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন