সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বাবাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা আলাইনার

http://www.dhakatimes24.com/2016/09/27/129447
বাংলাদেশ তখন আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে স্বস্তির জয় উদযাপনে ব্যস্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার শামীম চৌধুরী সাকিবকে স্মরণ করলেন। পুরস্কার নিতে এসে সাকিবের মুখে লাজুক হাসি।

ওদিকে মেয়ে আলাইনা বাসার টিভিতে বাবাকে দেখে রীতিমতো অবাক। হামাগুড়ি দিয়ে টিভি স্ক্রিনের কাছে যেয়ে বাবাকে ছুঁতে চাইল সে।

মনভোলানো এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সাকিব-পত্নী শিশির। নিজের উচ্ছ্বাসও লুকিয়ে রাখেননি তিনি। লিখেছেন, ‘বোঝাই যাচ্ছে বাবাকে বেশ তৈরি করেই মাঠে পাঠিয়েছে সে। আলহামদুলিল্লাহ! - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন