বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

ফেসবুকের মডেলিং রমনায়

http://www.dhakatimes24.com/2016/12/01/10081/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F
রমনা পার্ক। নামটি মনে আসলেই প্রথমেই যে চিত্রটি চোখে ভেসে ওঠে তা হলো, বেঞ্চিতে বেঞ্চিতে যুগলদের উপস্থিতি। আবার ঘাসে বসে বাদাম খাওয়ার দৃশ্যও কম নয়।

এর বাইরে রমনায় আরো একটি চিত্র এখন প্রায়ই দেখা যায়। কেতাদুরস্ত পোশাকের কিছু ছেলেমেয়ের বিচরণ থাকে এই উদ্যানে। কারো হাতে আবার ক্যামেরা। কেউ পোজ দিচ্ছেন, কেউ ছবি তুলছেন। বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন কৌশলে ছবি তোলায় তাদের ব্যস্ততার যেন কোনো শেষ নেই। কায়দা-কৌশল দেখে মনে হবে, রমনাতে চলছে মডেলিং বা উঠতি মডেল গড়ার কারিকুরি। প্রত্যেক ছেলেমেয়ের কাছে ব্যাগ ভর্তি পোশাক, মেকআপ বক্স আর রিফ্লেকটর বোর্ড। কারো কাছে আছে ট্রাইপড, মনোপড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন