শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

পোলিও হুমকিতে ইউেরোপ


ঢাকা: সিরিয়াতে ২০১১ সালে শুরু হওয়া বিদ্রোহের কারণে দেশটির অনেকেই এখন পোলিও রোগে আক্রান্ত। বিশেষ করেসারিনগ্যাস ব্যবহারের কারণে রোগের পরিমাণ বেড়ে গেছে। বর্তমানে এর প্রভাব ছড়াতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে।

শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার চলমান সহিংসতার কারণে সে দেশের বিপুল সংখ্যক লোক ইউরোপসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সেই কারণেই রোগের বিস্তৃতি হচ্ছে।

ল্যান্সেট জার্নালের এক প্রতিবেদনে জার্মানির দুই চিকিৎসক লিখেছেন, সিরিয়ার প্রভাব পার্শ্ববর্তী আরো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে পারে।

টিউবিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মার্টিন ইসনার বলছেন, সিরিয়া থেকে পালিয়ে আসার সময় অন্তত ১০০ জন পোলিও ভাইরাস নিয়ে এসেছে। তাদের ভাইরাস আস্তে আস্তে ছড়িয়ে পড়বে।

এরইমধ্যে ইউরোপে, পোলিও প্রতিরোধে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে

মিলনে ক্যালরি ক্ষয় কত, জানেন কি?



ঢাকা: সঙ্গমে প্রতিবার কত ক্যালরি খরচ হয় তার হিসেব কি করেছেন কখনো ? নাকি ভাবছেন এই হিসেবের দরকারই কী, তাইতো? এই হিসেবেরও দরকার রয়েছে। কারণ শরীর থেকে যত ক্যালরি খরচ হল ততটা গ্রহণ না করলে আপনিতো দূর্বল হয়ে যাবেন।

সম্প্রতি কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন এই তথ্যটিই প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, নারী পুরুষের মিলনে পুরুষের শতকরা ১০০ ভাগ আর নারীর শতকরা ৬৯ ভাগ ক্যালরি খরচ হয়। এটি তাদের কোনো মনগড়া তথ্য নয়।

রীতিমতো কয়েকজন দম্পতির উপর গবেষণা চালিয়ে তারা তথ্যটি প্রকাশ করেছে। ১০ থেকে ৫৭ মিনিট স্থায়ীত্বের যৌন মিলন সম্পর্কে লিপ্ত নারী পুরুষের উপর গবেষণা করে মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলটি। তবে সময়ের স্থায়ীত্ব আরো বেশি হলে ক্যালরি আরো বেশি ক্ষয় হবে বলে জানান তারা।

এত কিছু বলার পর নিশ্চয়ই আপনি ভাবছেন এমন তথ্য আবার গবেষকরা কিভাবে আবিষ্কার করলেন তাইতো? সেটাও জানিয়েছেন গবেষকরা। তবে এটা ঠিক যে যৌন সম্পর্ক নিয়ে এর আগে যত গবেষণা হয়েছে এর বেশিরভাগই করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে কিংবা কোন কেবল বা মাস্কের সাহায্যে। তাই হয়তো নতুন এই গবেষণার ফলাফল মেনে নিতেও আপনার কষ্ট হবে। তবে মেনে নেয়া না নেয়া পুরোটাই আপনার ব্যাপার। নতুন এই গবেষণাটি করার আগে অনেক বিষয় ভাবা হয়েছে। তবে এই গবেষণার পুরোটাই করা হয়েছে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণার পরে।

তবে ২১ টি জুটি সক্সমমের মাধ্যমে পরে ৩০ মিনিট ট্রেডমিলে হেঁটে ক্যালরি ক্ষয়ের পরিমাণ সম্পর্কে পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। ক্যালরি ক্ষয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে দেখা যায় পুরুষরাই এগিয়ে আছেন। ট্রেডমিলে হাঁটা পুরুষরা জানিয়েছেন সঙ্গীর সঙ্গে মিলনে বরং তাদের ক্যালরি খরচ হয় বেশি।

গবেষক দল শুধু গবেষণা করেই ক্ষান্ত হননি বরং তারা তাদের গবেষণালদ্ধ ফলাফলপ্লোস ওয়াননামের একটি দৈনিকেও প্রকাশিত হয়েছে সঙ্গে তারা এও জানিয়েছে নর নারীর সঙ্গমের সময় প্রতি মিনিটে পুরুষের ক্ষয় হয় . ক্যালরি আর মেয়েদের প্রতি মিনিটে . ক্যালরি খরচ হয়। এখন সঙ্গমের স্থায়ীত্ব দেখে হিসেব করে নিতে পারেন আপনার কত ক্যালরি প্রতিবার সঙ্গমের সময় ক্ষয় হচ্ছে