সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ টি-২০ দলে সৌম্য


ঢাকা: কিউইদের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।ওয়ানডে সিরিজের স্কোয়াডে একটি মাত্র পরিবর্তন এনে টি-২০ দল ঘোষণা করা হয়েছে। ইলিয়াস সানির বদলে টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন খুলনার তরুণ সৌম্য সরকার।

নভেম্বরের ম্যাচে ইনজুরি আক্রান্ত তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।তাই ঝুঁকি নিতে চায়নি বিসিবি। ইলিয়াসকে বাদ দিয়ে বাড়তি ওপেনার হিসেবে সৌম্যকে স্কোয়াডে ডাকা হল।বাহাতি ব্যাটার সৌম্য ওপেনিংয়ে দ্রুত রান তোলার পাশাপাশি মিডিয়াম পেসটাও ভালই করে থাকেন।এদিকে,ডেঙ্গু আক্রান্ত সাকিবকে টি-২০তেও পাচ্ছে না টাইগাররা।

ওপেনার এনামুলের সাথে অনূর্ধ্ব-১৯ দলে খেলা সৌম্য বয়সভিত্তিক দলগুলোতে দারুণ খেলেছেন।গেল বছর কাতারের বিপক্ষে যুব এশিয়া কাপের ম্যাচে ২০৯ রানের রেকর্ড সৃষ্টিকারী এক ইনিংস খেলেছিলেন তিনি।কিছুদিন আগে সিঙ্গাপুরে ইমার্জিং কাপেও দারুণ খেলেছেন তরুণ।কিন্তু বর্তমান মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে খেলা তরুনের ঘরোয়া লিগের পরিসংখ্যানটা আশানুরূপ নয়।

ফার্স্টক্লাস ক্যারিয়ারে পর্যন্ত কোন শতক না পেলেও অর্ধশতকে ২১ ম্যাচে ৩০.৩৫ গড়ে ১১২৩ রান করেছেন সৌম্য।পাশাপাশি উইকেট পেয়েছেন ১৩টি।লিস্টক্যাটাগরিতে অর্ধশতকে ১২ ম্যাচে ১৯.৩৬ গড়ে ২১৩ রান করেছেন তিনি।শিকার করেছেন উইকেট।২০ বছর বয়স্ক তরুনের টি-২০ ক্যারিয়ারও খুব অল্পদিনের।৭ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ১১ গড়ে রান করেছেন তিনি।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) মাহমুদ উল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক) এনামুল হক, তামিম ইকবাল, সৌম্য সরকার, নাসির হোসেন, আব্দুর রাজ্জক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম ইসলাম,মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন,জিয়াউর রহমান শামসুর রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন