শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’তে প্লেব্যাক করবেন জেমস

বলিউড চলচ্চিত্রে প্লেব্যাক করে এরই মধ্যে ভারতীয় নির্মাতা ও দর্শকের কাছে পরিচিত একটি নাম জেমস। বাংলাদেশের ছবিতে জেমসকে সফলভাবে ব্যবহার করতে না পারলেও বলিউড এদিক থেকে সফল। শুধু গানে কণ্ঠ দেওয়া নয় গানের সঙ্গে পারর্ফম করে পরিচিত সিনেমার প্লেব্যাক ধারণায় নতুন একটি মাত্রাও যোগ করেছেন জেমস।

সেই জনপ্রিয় নগর বাউল আবারও বাংলাদেশের একটি ছবিতে প্লেব্যাক এর পাশাপাশি পারফর্মও করতে যাচ্ছেন। শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে অনিমেষ আইচের নতুন চলচ্চিত্র জিরো ডিগ্রিতে প্লেব্যাক করবেন জেমস। ছবিতে গানের সঙ্গে তার পারফর্মও করার কথা রয়েছে।

ছবিটির প্রযোজক ও এ ছবির নায়ক মাহফুজ আহমেদ বলেন, আমরা একটি গান করাবো জেমসকে দিয়ে। এবং গানটির সঙ্গে তাকে দিয়ে পারফর্ম করানোরও ইচ্ছে আছে। হরতালের পর আমরা ওনার সঙ্গে একটি মিটিং করবো। ঐ মিটিংয়ে আশা করি বিষয়টি চূড়ান্ত হবে।

গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার মারজুক রাসেল। তিনি বলেন, অনেক দিন পর জেমস ভাইয়ের জন্য গান লিখলাম। শুনেছি গানটি ভাইয়ের পছন্দ হইছে। তিনি যদি গানটিতে কণ্ঠ দেন তাইলে ভালো একটা কিছু হতে পারে।

এদিকে এ বিষয়ে কথা হয় নগরবাউলের মিডিয়া ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের সঙ্গে। তিনি বলেন, এ বিষয়ে কথা চলছে। তবে এখানো কোন কিছু চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য যে, আগামী মাস থেকে অনিমেষ আইচ তার ছবিটির শুটিং শুরু করবেন। এ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন মাহফুজ আহমেদ, জয়া আহসান ও রুহি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন