ভূমিকম্পের পর আজকে ফজর নামাজের সময় রাজধানীর মসজিদগুলোর চিত্র ছিলো একেবারেই আলাদা। অন্যান্য দিন মুসল্লি কম থাকলেও আল্লাহর ভয়ে আজ অনেকেই নামাজ পড়তে আসেন। ফলে মসজিদগুলো ছিলো কানায় কানায় পূর্ণ।
ভোরে ভূমিকম্প যখন আঘাত হানে দেশের অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কে জেগে ওঠে মানুষ। ঢাকার বিভিন্ন স্থানে মানুষজনকে আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা গেছে। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেড়িয়ে আসে ঘুমভাঙা মানুষ। চোখে ঘুম নিয়েই ভয়ে-আতঙ্কে বাসি-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে তারা এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে।
এরপরই রাজধানীর মসজিদগুলোতে ফজরের আজান শুরু হয়। ভূমিকম্পের আতঙ্ক কেটে যাওয়ার পর মানুষ মসজিদে আসতে শুরু করে। - see more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন