অ্যাপল
কার
কেনার
সামর্থ্য আমাদের
কয়জনের
আছে,
তা
নিয়ে
প্রশ্ন
উঠতেই
পারে!
কিন্তু,
এর
সঙ্গে
আরও
একটা
প্রশ্ন
ইদানীং
ঘুরপাক
খাচ্ছে
বাতাসে। অ্যাপল
সত্যিই
গাড়ি
নিয়ে
আসছে
তো
বাজারে?
প্রশ্নটা উঠেছে অ্যাপলের তিনটে নতুন ওয়েবসাইট রেজিস্ট্রেশনের খবর মেলাতে। একটার নাম অ্যাপল.কার (apple.car), অন্যটা অ্যাপল.কারস (aple.cars) এবং সবার শেষেরটা অ্যাপল.অটো (apple.auto)। অ্যাপল যে এইভাবে গাড়ির দুনিয়ায় নিজের নাম তুলছে, সেই খবরটা ফাঁস করেছে হুইজ (whois) ডোমেন রেজিস্ট্রি সাইট। এবং রেজিস্ট্রেশনটা অ্যাপল করেছে পুরনো বছরের ডিসেম্বরেই। স্বাভাবিকভাবেই কৌতূহল তাই তুঙ্গে।
তবে, আরও একটা সন্দেহ উঁকি দিয়ে যাচ্ছে পাশাপাশি। এই রেজিস্ট্রেশনটা হয়ত সরাসরি গাড়ি তৈরি করার জন্য নয়। গাড়ির জন্য কারপ্লে (carplay) নামে অ্যাপলের যে অ্যাপ আছে, এই রেজিস্ট্রেশন হয়ত তার জন্যই। এই অ্যাপ দিয়ে নেভিগেশন, ম্যাপ দেখা, গাড়ি চালানোর সময়ে স্টিয়ারিং থেকে হাত না তুলেই কথা বলা- এই সমস্ত কাজকর্ম সারা যায়! - see more
প্রশ্নটা উঠেছে অ্যাপলের তিনটে নতুন ওয়েবসাইট রেজিস্ট্রেশনের খবর মেলাতে। একটার নাম অ্যাপল.কার (apple.car), অন্যটা অ্যাপল.কারস (aple.cars) এবং সবার শেষেরটা অ্যাপল.অটো (apple.auto)। অ্যাপল যে এইভাবে গাড়ির দুনিয়ায় নিজের নাম তুলছে, সেই খবরটা ফাঁস করেছে হুইজ (whois) ডোমেন রেজিস্ট্রি সাইট। এবং রেজিস্ট্রেশনটা অ্যাপল করেছে পুরনো বছরের ডিসেম্বরেই। স্বাভাবিকভাবেই কৌতূহল তাই তুঙ্গে।
তবে, আরও একটা সন্দেহ উঁকি দিয়ে যাচ্ছে পাশাপাশি। এই রেজিস্ট্রেশনটা হয়ত সরাসরি গাড়ি তৈরি করার জন্য নয়। গাড়ির জন্য কারপ্লে (carplay) নামে অ্যাপলের যে অ্যাপ আছে, এই রেজিস্ট্রেশন হয়ত তার জন্যই। এই অ্যাপ দিয়ে নেভিগেশন, ম্যাপ দেখা, গাড়ি চালানোর সময়ে স্টিয়ারিং থেকে হাত না তুলেই কথা বলা- এই সমস্ত কাজকর্ম সারা যায়! - see more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন