নারী
ও
পুরুষের শারীরিক গঠন
আলাদা।
হরমোনেরও ভিন্নতা রয়েছে
উভয়ের
দেহে।
তাই
নারীদের খাদ্যাভ্যাস কিছুটা
ভিন্ন।
খাদ্য
ও
পুষ্টি
বিজ্ঞানীরা নারীদের শরীরের
উপযোগী
কিছু
খাবারের কথা
জানিয়েছেন, যা
তাদের
প্রতিদিনের খাদ্য
তালিকায় থাকা
উচিত।
চলুন
জেনে
নেয়া
যাক,
নারী
দেহের
জন্য
উৎকৃষ্ট সব
খাবারের কথা।
তিসির বীজ: তিসির বীজ সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। এরমধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগ এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমায়। তিসির বীজে প্রদাহবিরোধী উপাদান রয়েছে যা বাত এবং পেটের বিভিন্ন পীড়া থেকে স্বস্তি দেয়।
স্যামন মাছ: স্যামন (সামুদ্রিক মাছ) মাছে শুধু লৌহ উপাদানই নয় এতে আরও থাকে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও। যা নারী দেহের জন্য খুবই দরকারি। বিশেষজ্ঞরা বলেন, ওমেগা-৩ বিষণ্নতা দূর করে এবং মনও ভালো রাখে। - see more
তিসির বীজ: তিসির বীজ সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। এরমধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগ এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমায়। তিসির বীজে প্রদাহবিরোধী উপাদান রয়েছে যা বাত এবং পেটের বিভিন্ন পীড়া থেকে স্বস্তি দেয়।
স্যামন মাছ: স্যামন (সামুদ্রিক মাছ) মাছে শুধু লৌহ উপাদানই নয় এতে আরও থাকে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও। যা নারী দেহের জন্য খুবই দরকারি। বিশেষজ্ঞরা বলেন, ওমেগা-৩ বিষণ্নতা দূর করে এবং মনও ভালো রাখে। - see more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন